৩ নভেম্বর ২০২৫

১০ বোতল ফেন্সিডিলসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের জোরারগঞ্জ থানাধীন কয়লার বাজার এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশি রিভলবার, ৩ রাউন্ড গুলি ও ১০ বোতল ফেন্সিডিলসহ এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জোরারগঞ্জ থানাধীন কয়লার বাজার এলাকায় আল-আমিন এন্ড আল ফাতেহা স্টোরের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মো. হাসান মিয়া চট্টগ্রামের ভূজপুর থানাধীন বড়বিল মরহুম তাজুল ইসলামের ছেলে।

র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল মামুন জানান, জোরারগঞ্জ থানার কয়লার বাজার এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করার সংবাদ পেয়ে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে হাসান মিয়া নামে এই আসামীকে গ্রেফতার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর দেহ তল্লাশী করে তার কোমরে গুজানো অবস্থায় ১ টি বিদেশি রিভলবার, ৩ রাউন্ড গুলি, ১ টি চাকুসহ ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে পলাতক আসামীদের যোগসাজশে দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে উক্ত মাদকদ্রব্য বিভিন্ন অভিনব কৌশলে চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে বিক্রয় করে আসছে। এছাড়াও সে দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র ব্যবহার করে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম করে আসছে।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন