আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারায় বিদেশী মদসহ আহমেদ আলী পারভেজ (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বারশত ইউনিয়নের পারকি বাজার এলাকা থেকে রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির এক দল পুলিশ ১ বোতল মদসহ তাকে গ্রেপ্তার করেছে।পরে তার ঘরে অভিযান চালিয়ে আরো ১৪ বোতল বিদেশী মদ উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত পারভেজ স্থানীয় দুধকুমড়া এলাকার বাসিন্ধা মুস্তাফিজুর রহমানের পুত্র। মদগুলো তার ছোট ভাই শীর্ষ ইয়াবা ব্যবসায়ী লিয়াকত আলীর বলে জানা গেছে।
রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পারকি বাজার এলাকায় মদ বিক্রি করার সময় ১ বোতল বিদেশী মদসহ রবিবার সকালে পারভেজকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিয়ে দুধকুমড়া এলাকায় তার বসত ঘরে অভিযান চালিয়ে আরো ১৪ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, পারভেজ ঘরের মেঝেতে টাইলস দিয়ে গর্ত তৈরী করে ১৫ বছর ধরে মদ মওজুদ করে ব্যবসা চালিয়ে আসছে। তার বড় ভাই মো আলীও ১ বছর ধরে মাদক মামলায় জেলে রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ জানান, গ্রেপ্তারকৃত পারভেজ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসা করে আসছে। তাকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এএ













