বাংলাধারা প্রতিবেদন »
বন্দর নগরীর পতেঙ্গায় অনুমোদন ছাড়া জাহাজ কেটে পরিবেশ দূষণ করায় ১ লাখ টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ। এসময় তিন জনকে আটক করা হয়।
আটকৃতরা হলো- বরিশালের বাবুগঞ্জের মো. এনায়েত (৫০), ক্রেনচালক নোয়াখালীর হাতিয়ার মোহাম্মদ আবুল কালাম (২৭) ও সহকারী ক্রেনচালক মোহাম্মদ রায়হান (২৪)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বন্দর এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জাহাজটি গত ২১ জুন চট্টগ্রাম থেকে যশোর নোয়াপাড়া যাচ্ছিল ভুট্টা নিয়ে। চট্টগ্রামের পতেঙ্গায় জাহাজটির তলা ফেটে গেলে জাহাজটি কাটার উদ্যোগ নেয় মালিকপক্ষ।
জানা গেছে, ‘এমভি নিউ গোলাম রহমান’ নামের জাহাজটিকে ভাঙার সময় ঘটনাস্থল থেকে জাহাজ মালিকের প্রতিনিধি ও দু’জন ক্রেন চালককে আটক করে নিয়ে আসা হয়। জাহাজটি বরিশালের মো. ইউসুফ হোসেনের মালিকানাধীন।
জাহাজভাঙা শিল্পের নিয়ম-নীতির তোয়াক্কা না করে তারা দীর্ঘদিন যাবত এ কাজ করে আসছিলেন বলে জানা যায়, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।
বাংলাধারা/এফএস/এএ













