৩ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে আরও ৫১ জনের করোনা শনাক্ত

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামে আরও ৫১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৭ হাজার ৮৫০ জন হয়েছে। এ পর্যন্ত চট্টগ্রামে শনাক্ত ১৭ হাজার ৮৫০ জনের মধ্যে ১২ হাজার ৭৩০ জন নগরের ও ৫ হাজার ১২০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান। তিনি জানান, চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৬২৪ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৫১ জন; এর মধ্যে ২৩ জন নগরের ও ২৮ জন উপজেলার বাসিন্দা। একদিনে আক্রান্তের হিসাবে প্রথমবারের মতো পুরো নগরকেও ছাড়িয়ে গেল বাঁশখালী উপজেলা।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ২৮ জনের মধ্যে ২৫ জনই বাঁশখালী উপজেলার। এছাড়া বোয়ালখালীর ২ ও সাতকানিয়ার ১ জন রয়েছেন নতুন শনাক্তের তালিকায়।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৭৯ জন; এর মধ্যে ১৯৩ জন নগরের ও ৮৬ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল শনিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৬১ জনের নমুনা পরীক্ষায় নগরের ৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১০৩ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৭ ও উপজেলার ১ জনের করোনা মিলেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৯৯ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরণে ৬১ জনের নমুনা পরীক্ষায় নগরের ৯ ও উপজেলার ১ জনের করোনা মিলেছে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন