৩ নভেম্বর ২০২৫

১১ বছর পর নিরবের নায়িকা অপু বিশ্বাস

বাংলাধারা ডেস্ক »

দীর্ঘ ১১ বছর পর আবারও বড় পর্দায় জুটি হয়ে হাজির হচ্ছেন ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস ও সুদর্শন নায়ক নিরব। সরকারি অনুদান পাওয়া ‘ছায়াবৃক্ষ’ ছবিতে জুটি বাঁধছেন তারা। পরিচালনায় থাকছেন বন্ধন বিশ্বাস। 

এ ব্যাপারে নিরব বললেন, পরিচালকের সঙ্গে আমার সম্পর্ক চমৎকার। সেই জায়গা থেকে গল্পটি যখন শুনলাম খুব ভালো লাগে। যেহেতু সরকারি অনুদানের ছবি এটি গল্প ভালো হওয়াটাই স্বাভাবিক। আমাকে চা বাগানের শ্রমিকের ভূমিকায় দর্শক দেখতে পাবেন।

অপু বিশ্বাসের সঙ্গে কাজ নিয়ে তিনি বলেন, অপু বিশ্বাস অসাধারণ একজন অভিনেত্রী। আমরা আগেও একসঙ্গে কাজ করেছি। নতুন কাজটিও দর্শকনন্দিত হবে আশা করছি।

আসছে ১ অক্টোবর থেকে চট্টগ্রামে ‘ছায়াবৃক্ষ’ ছবির শুটিং হবে। নিরব-অপু ছাড়াও ছবিটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, সুস্মি রহমান, ইকবাল আহমেদ, বড়দা মিঠু প্রমুখ।

অপু-নিরব অভিনীত প্রথম চলচ্চিত্র ‘মন যেখানে হৃদয় সেখানে’মুক্তি পায় ২০০৯ সালে। ছবিটি পরিচালনা করেছিলেন শাহীন সুমন। ‘ছায়াবৃক্ষ’এই দ্বিতীয় চলচ্চিত্র। 

বাংলাধারা/এফএস/ইরা

আরও পড়ুন