বাংলাধারা প্রতিবেদন »
সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের পশ্চিম পার্শ্বে গ্যাসের লাইন লিকেজ হয়ে বের হচ্ছে গ্যাস। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই অংশে বেশ কিছুদিন থেকেই এভাবে বুদ বুদ করে গ্যাস বের হয়ে আসছিল। গত কয়েকদিন এটি আরও বেড়ে যায়। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিকে বিষয়টি জানানোর পর তারা আসবে বলে বলেও আসেনি।
জানা গেছে, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিকে বার বার অবহিত করলেও তারা বিষয়টির সুরাহা করছেন না। ফলে যে কোন সময় ঘটতে পারে নারায়নগঞ্জের মতো বড় ধরনের দুর্ঘটনা।
উল্লেখ্য, প্রতিদিন এই রাস্তা দিয়ে প্রায় ১০ থেকে ১২ হাজার লোক যাতায়াত করে। এছাড়াও এই রাস্তা দিয়ে বড় বড় লরি, ট্রাক ও শিপ ইয়ার্ডের মালামাল আনা নেওয়ার জন্য গাড়ি চলাচল করে।
বাংলাধারা/এফএস/এএ













