৩ নভেম্বর ২০২৫

ধর্ষণের ভিডিও ধারণ করে ‘ব্ল্যাকমেইল’র চেষ্টা, যুবক আটক

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় বন্ধুর স্ত্রীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ করার অভিযোগে এক বখাটেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১৩ সেপ্টেম্বর) ইপিজেড থানাধীন আকমল রোড খালপাড় এলাকায় অভিযান চালিয়ে বখাটে মো. রবিউল ইসলাম (২২) আটক করা হয়।

আটককৃত রবিউল ইসলাম পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাধীন আলগীবাজার এলাকার জামাল খানের ছেলে। বর্তমান সে পতেঙ্গা স্টিলমিল এলাকায় বসবাস করে আসছে।  

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন গণমাধ্যমকে বলেন, ইপিজেড থানাধীন আকমল রোড এলাকায় বন্ধুর স্ত্রীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে বখাটে মো. রবিউল ইসলামকে আটক করা হয়েছে। তাকে ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন