৩ নভেম্বর ২০২৫

জোরারগঞ্জে বিট পুলিশ কার্যালয় উদ্বোধন

মিরসরাই প্রতিনধি »

মিরসরাইয়ে জোরারগঞ্জ থানার উদ্যোগে বিট পুলিশ কার্যালয় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিট পুলিশ কার্যালয় ৩ এর উদ্ধোধন অনুষ্ঠিত হয়।

এসময় সেখানে উপস্থিত জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকছুদ আহাম্মদ চৌধুরী, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল দেওয়ানজী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক প্রসার কান্তি বড়ুয়া, জে বি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার, জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক আজিজুল ইসলাম, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের ৮নং ওর্য়াডের ইউপি সদস্য জামাল উদ্দিন সহ প্রশাসনিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

এসময় জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকছুদ আহাম্মদ চৌধুরী বলেন, বিট পুলিশের কার্যালয় উদ্ধোধনের মাধ্যমে থানা পুলিশের সহযোগিতা মানুষ আরো অতি সহজেই পাবে। এছাড়া যেকোনো সমস্যা সমাধানে বিট পুলিশ কার্যালয় মানুষকে সহযোগিতা করবে বলে তিনি জানান।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান বলেন, বিট পুলিশ কার্যালয় ক্রমান্বয়ে মিরসরাই উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদ এবং পৌরসভায় স্থাপন করা হবে। বিট পুলিশ কার্যালয়ের মাধ্যম মানুষের পুলিশ কর্তৃক সহযোগিতাগুলো আরো বেশি বেগবান হবে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন