৩ নভেম্বর ২০২৫

আজ শুভ মহালয়া; মহামারির দুর্যোগ মাথায় নিয়েই হচ্ছে মাতৃ বন্দনা

দেবাশীষ বড়ুয়া রাজু »

করোনা আতঙ্কের গ্রাসে স্তব্ধ জন-জীবন একটু একটু করে শ্বাস নেওয়া শুরু করেছে। এমন পরিস্থিতিতেই মানব জাতিকে করোনামুক্ত করতে মা আসছেন মর্ত্যে! ইতোমধ্যেই পুজো পুজো গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। মহামারীর দুর্যোগ মাথায় নিয়েই এবার হবে মাতৃ বন্দনা। হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয় মহালয়া উদযাপনের মধ্য দিয়ে।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) শুভ মহালয়া। এদিন ঢাকের বাদ্যে, শঙ্খ-উলু ধ্বনির মাধ্যমে দেবী দুর্গাকে মর্ত্যে আবাহন জানানো হয়। ওইসময় মণ্ডপগুলোর প্রতিমাতে শিল্পীর তুলিতে ফুটে ওঠে ত্রিনয়ন। সূচনা ঘটে দেবী পক্ষের। এবার মণ্ডপগুলোতে নেই আয়োজনের তোড়জোর।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় এবার পূজা মণ্ডপগুলোতে থাকছে বাড়তি ব্যবস্থা। থাকবে কড়া নিরাপত্তা আর হবে সীমিত পরিসরে শাস্ত্রানুসারে পূজার আয়োজন।

প্রতিবছর মহালয়া উদযাপনের মধ্যে দিয়ে দেবীপক্ষের সূচনা ঘটলেও এ বছর পঞ্জিকানুসারে আশ্বিনমাস মলমাস হওয়ায় কার্তিক মাসে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। গেল অন্যান্য বছর ভাদ্রের এই সময়ে প্রতিমা তৈরি ও মণ্ডপ সাজসজ্জার প্রস্তুতি নিতে দেখা গেলেও এবার তেমন একটা উৎসাহ উদ্দীপনা নেই আয়োজকদের মাঝে। প্রায় মণ্ডপে শুরুই হয়নি প্রতিমা তৈরির কাজ।

দুর্গাপূজার উৎপত্তিস্থল চট্টগ্রামের বোয়ালখালীর উপজেলার কড়লডেঙ্গার সন্ন্যাসী পাহাড় চূড়ায় মেধস মুনির আশ্রমে পূণ্যার্থী, পূজার্থী ও ভক্ত- দর্শনার্থীদের সমাগম ঘটে। তবে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি থাকলেও আগের মতো জনসমাগম না হওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন মেধসাশ্রমের অধ্যক্ষ বুলবুলানন্দ মহারাজ।

অধ্যক্ষ বুলবুলানন্দ মহারাজ বলেন, প্রতিবছর ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে মহালয়া উদযাপিত হয়ে আসছে মেধসাশ্রমে। এবার এতে কিছুটা ভাটা পড়েছে করোনাকালের কারণে। এরপরও স্বাস্থ্যবিধি মেনেই চলবে এ সংকট থেকে মুক্তির জন্য মায়ের আরাধনা।

এ বছর পঞ্জিকানুসারে মহালয়ার একমাস পর আগামী ২১ অক্টোবর পঞ্চমী তিথি শেষে ২২ অক্টোবর সন্ধ্যায় ষষ্ঠী তিথিতে হবে দেবীর বোধন। দেবী দুর্গা এবার আসছেন দোলায়। ২৩ অক্টোবর সপ্তমী, ২৪ অক্টোবর মহাঅষ্টমী ও ২৫ অক্টোবর মহানবমী এবং ২৬ অক্টোবর বিজয়া দশমীতে বিসর্জনের মাধ্যমে শেষ হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। দেবীর গজে গমন। শাস্ত্র মতে- ‘গজে চ জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা’।

জানা গেছে, গত বছর চট্টগ্রামের ১৫টি উপজেলায় ১ হাজার ৮৭৪টি মণ্ডপে এবং মহানগরের ১৬টি থানায় ২৭০টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছিল।

জেলার বোয়ালখালীতে এবার ৮৩টি সার্বজনীন ও ২৭টি ব্যক্তিগত পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার সভাপতি শ্যামল বিশ্বাস। তিনি বলেন, ব্যাপক কোনো আয়োজন এবার থাকছে না। শাস্ত্রানুসারে মায়ের পূজা অনুষ্ঠিত হবে।

দর্শনার্থীদের সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, পূজার মূল আয়োজন ব্যতীত জনসমাগম হয় এমন কোনো বাড়তি আয়োজন করা হচ্ছে না। সাত্ত্বিক আয়োজনের মধ্যে দিয়েই বৈশ্বিক মহামারী থেকে মুক্তির জন্য মাতৃ আরাধনা করা হবে।

মৃৎশিল্পী বাসুদেব পাল মুঠোফোনে জানান, প্রতি বছর যেইসব মণ্ডপে প্রতিমা গড়ে আসছি, সেইসব মণ্ডপ থেকে এখনো পর্যন্ত তাগাদা পায়নি। হয়তো আয়োজক কমিটির লোকজন এখনো সিদ্ধান্ত নিতে পারছেন না। তবে হাতে আরো সময় রয়েছে। যেহেতু এবার দুর্গাপূজা কার্তিক মাসের ৪ তারিখ শুরু হবে।

পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার জানান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ২৬ দফা নির্দেশনার মধ্যে প্রতিমা তৈরি থেকে পূজা শেষ হওয়া পর্যন্ত প্রত্যেক মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করা, ভক্ত-পূজারি ও দর্শনার্থীদের জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখা, সকলে বাধ্যতামূলকভাবে মাস্ক পরা, দর্শনার্থীদের মধ্যে ন্যূনতম তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখা, পূজামণ্ডপে নারী-পুরুষের যাতায়াতের আলাদা ব্যবস্থা করা, পূজামণ্ডপে সিসি ক্যামেরা রাখা, নিজস্ব স্বেচ্ছাসেবক রাখা, প্রতিমা নিরঞ্জনে শোভাযাত্রা পরিহার করার কথা বলা হয়েছে। এসব নির্দেশনা মেনে পূজার আয়োজন চলছে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন