খাগড়াছড়ি প্রতিনিধি »
‘ঐতিহ্যের পথ বেয়ে অর্থনৈতিক অগ্রগতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার পূবালী ব্যাংক লিমিটেড’র মাটিরাঙ্গা উপ-শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা আলী কমপ্লেক্স ভবনের ২য় তলায় ফিতা কেটে মাটিরাঙ্গা পূবালী ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করেন পূবালী ব্যাংক চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক নরেশ চন্দ্র বসাক।
খাগড়াছড়ি পূবালী ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক মো. আজিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক চট্টগ্রাম উওর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক খান মো. জাবেদ জাফর, চট্টগ্রাম কেন্দ্রীয় পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মাহবুব আহমদ, চট্রগ্রাম প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক এইচ এম ওমর ফারুক, পূবালী ব্যাংক চট্রগ্রাম উওর শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. হারুনুর রশীদ, মাটিরাঙ্গা উপ-শাখার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, খাগড়াছড়ি জেলার বিশিষ্ট ঠিকাদার এস অনন্ত, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতিও আলী কমপ্লেক্স পরিচালক মো. রাকিবুল হাসান, মাটিরাঙ্গা থানার এস আই মো. মোজ্জামেল হোসেন, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল, সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান ভূইঁয়া।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেড মাটিরাঙ্গা উপ-শাখার ক্যাশিয়ার জাকিয়া মাহমুদা চৌধুরী, সহাকারি জুনিয়র অফিসার ধ্রব লাল ত্রিপুরা, মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সোহাগ মজুমদার প্রমুখ।
উদ্বোধনকালে প্রধান অতিথি বক্তব্যে নরেশ চন্দ্র বসাক বলেন, মাটিরাঙ্গাবাসীকে ব্যাংকের আধুনিক সেবা পৌঁছে দিতে এই শাখা উদ্বোধন করা হলো। আমরা গ্রাহকদের সেবার মান বিবেচনায় সর্বোচ্চটা দিতে প্রস্তুত। স্থানীয় ব্যবসায়ী ও জন মানুষদের ব্যাংকিং সুবিধা গ্রহণের আহ্বান জানান তিনি।
বাংলাধারা/এফএস/এএ













