বাংলাধারা প্রতিবেদন »
নগরীর কোতয়ালী থানাধীন স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে ৩.৬৯০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তিসহ ১ জন চোরাকারবারিকে আটক করেছে র্যাব-৭।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে নগরীর কোতয়ালী থানাধীন হোটেল কমফোর্ট লি.-এর উত্তর পাশে ৮৬নং স্টেশন রোড, হামিদ ম্যানশন’র পূর্ব পাশের একটি ভবন থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. মফিজ নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার রফিকপু এলাকার মরহুম নূর মোহম্মদের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো মাহমুদুল হাসান মামুন বিষয়টি নিশ্চত করে বলেন, কতিপয় চোরাকারবারী অবৈধভাবে কষ্টি পাথরের মূর্তি ক্রয়-বিক্রয়ে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে র্যাব-৭ এর একটি আভিযানিক দল কোতয়ালী থানাধীন হোটেল কমফোর্ট লি.-এর উত্তর পাশে ৮৬নং স্টেশন রোডে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো. মফিজ (২৮) নামে একজনকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশী করে আসামীর নিজ হেফাজতে থাকা ৩.৬৯০ কেজি ওজনের পুরাকীর্তি কষ্টি পাথরের একটি মূর্তিসহ তাকে আটক করা হয়।
‘জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে কষ্টি পাথরের মূর্তি অবৈধভাবে বিক্রয়ের জন্য উক্ত স্থানে অবস্থান করছিল।’
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এএ













