৩ নভেম্বর ২০২৫

কাভার্ডভ্যানের চাপায় হাইওয়ে পুলিশের এসআই নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি »

চট্টগ্রাম সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া এলাকায় কাভার্ডভ্যান চাপায় এসআই মো. মাহবুবুর রহমান (৪২) নিহত হয়েছেন। তিনি বার আউলিয়া হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ৬ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত এসআই মাহবুবুর রহমান কুমিল্লা জেলার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা মো. তোফাজ্জল হোসেন এর ছেলে। একই দুর্ঘটনায় আহত হন কনস্টেবল মো. নোমান (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন এলাকার পিএইচপি ফ্যাক্টরির সামনে একটি কাভার্ডভ্যান সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে এমন সংবাদ পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মাহবুবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে দুর্ঘটনায় কবলিত কাভার্ডভ্যানটিকে উদ্ধার করতে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এ সময় চট্টগ্রাম মুখী বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে এসআই মাহবুবুর রহমান ও কনস্টেবল নোমান আহত হন।

এদিকে আশংকাজনক অবস্থায় এসআই মাহবুবুর রহমানকে উদ্ধার করে চমেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আলমগীর সাংবাদিকদের বলেন, দুর্ঘটনা কবলিত একটি কাভার্ডভ্যানকে উদ্ধার করতে গিয়ে অপর একটি কাভার্ডভ্যান চাপায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

তিনি বলেন, নিহত এসআই মাহবুবুর রহমান অনেক ভাল অফিসার ছিলেন। এমন ভাল মানুষ এখন আর তেমন দেখা মিলেনা।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন