১ ডিসেম্বর ২০২৫

সাড়ে ১৮ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের পটিয়া থানাধীন নতুন বাইপাস সড়ক এলাকায় অভিযান চালিয়ে ১৮ হাজার ৫৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সাড়ে ১১টার দিকে পটিয়া থানার নতুন বাইপাস সড়কের উত্তর প্রান্তে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত দুইজন হলো- চাঁদপুর জেলার চাঁদপুর সদরের নিজ গাছতলা গ্রামের মো. ইমাম হোসেনের কন্যা সুমা আক্তার (২০) ও বরগুনা জেলার বেতাগী থানাধীন গ্রামদ্দন এলাকার মো. আনিসুর রহমানের ছেলে মো. ইসমাইল হোসেন সজীব (২১)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন,

কতিপয় মাদক ব্যবসায়ী বাস যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসার খবর পেয়ে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন নতুন বাইপাস সড়কের উত্তর প্রান্তে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় র‌্যাবের চেক পোস্টের দিকে আসা মারসা পরিবহনের একটি বাসকে থামানোর সংকেত দিলে বাসের ড্রাইভার বাসটি র‌্যাবের চেক পোস্টের সামনে থামান। র‌্যাব সদস্যরা বাসটি তল্লাশির সময় একজন পুরুষ ও একজন মহিলার আচরণ সন্দেহজনক মনে হলে তাদেরকে আটক করা হয়।

‘পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করে। আসামীদের দেখানো ও সনাক্ত মতে তাদের হেফাজতে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তায় তোষক ও বালিশের ভিতর এবং ট্রাভেল ব্যাগের ভিতর হতে সুকৌশলে লুকানো অবস্থায় ১৮ হাজার ৫৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়।’

আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা দীর্ঘদিন যাবত কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে নানারকম অভিনব কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট ক্রয়-বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯২ লাখ ৭০ হাজার টাকা।

আটককৃত ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন