মিরসরাই প্রতিনিধি »
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা এবং কেকে কেটে জন্মদিন উদযাপন করেছে মিরসরাই উপজেলা যুবলীগ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) মিরসরাই কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন উপজেলার ১৮টি ইউনিটের সভাপতি-সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোশাররফ হোসেন মান্নার সভাপতিত্বে, যুগ্ম-আহ্বায়ক মাহফুজ আলম এবং যুগ্ম-আহ্বায়ক নুরুল আবছার সেলিমের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন ৫নং ওচমানপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সোহাগ, ১৫নং ওয়াহেদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরিদুল সভাপতি নয়ন,১৬ নং সাহেরখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি অহিদুল ইসলাম পলাশ, ১০নং মিঠানালা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু নোমান, ৮নং দূর্গাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস খান, ৮নং এর সম্পাদক, ৭নং কাটছড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ইব্রাহীম ভূঁইয়া,১১ নং মঘাদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আবছার, উপজেলা যু্বলীগ সদস্য নাজমুল হাসান খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ইমরান হোসেন সোহেল, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সদস্য মেজবা সোহেল সহ বিভিন্ন ইউনিটের যুবলীগ এবং ছাত্রলীগ নেতৃবৃন্দ।আলোচনা সভা শেষে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালন করেন নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে উপজেলা যুবলীগের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি মিরসরাই সদরের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে উপজেলা রোডে এসে শেষ হয়।
বাংলাধারা/এফএস/এএ













