বাংলাধারা প্রতিবেদন »
ব্যবসায়ী ও সমাজ সেবক কে এন হার্বার কনসোর্টিয়াম লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, ডাচ-বাংলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি-এর সি. সহ-সভাপতি, বাংলাদেশ মাস্টার ইষ্টিভিডর এসোসিয়েশন-এর প্রাক্তন ভাইস চেয়ারম্যান হাসান মাহমুদ চৌধুরীর মৃত্যুতে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম গভীর শোক প্রকাশ করেছেন।
মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোহাম্মদ আবদুস সালাম বলেন, চট্টগ্রামে করোনা সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানকে সাহায্য সহযোগিতা প্রদানের মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করেছেন। গরিব ও অসহায় দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে নিবেদিত প্রাণ ছিলেন তিনি। এছাড়াও চট্টগ্রাম তথা বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের প্রসারে সক্রিয় অবদান রেখেছেন। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
পোশাক শিল্প পরিবারের পক্ষ থেকে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি জনাব মোহাম্মদ আবদুস সালামসহ সহ-সভাপতি ও পরিচালক মণ্ডলী।
বাংলাধারা/এফএস/এএ













