বাংলাধারা প্রতিবেদন »
নগরীর চান্দগাঁও থানাধীন রমজান আলী সেরেস্তাদারের বাড়ি এলাকায় মা ও ছেলে খুনের খুনের মামলার একমাত্র ঘাতক আসামি মো. ফারুককে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মো. ফারুক বহদ্দারহাট খাজা রোড এলাকার সিরাজ কসাইয়ের ছেলে।
বৃহস্পতিবার দুপুর ১ টায় র্যাবের চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান র্যাব কর্মকর্তা মাহমুদুল।
এর আগে গত ২৪ আগস্ট নিজের বাসায় খুন হন গুলনাহার বেগম (৩৩) ও ছেলে রিফাত (৯)। লাশের সুরতহাল প্রতিবেদনে ওঠে আসে, নিহত গুলনাহার বেগমের পেট, দুই উরু ও তলপেট মিলিয়ে শরীরজুড়ে ধারালো ছুরির ১৮টি আঘাত ছিল। পেটের বামপাশে করা দুটি আঘাতের স্থানে শরীর থেকে বেরিয়ে যায় নাড়িভুঁড়ি।
অভিযুক্ত ফারুকের সাথে গুলনাহার বেগমের পাতানো ভাই-বোনের সম্পর্ক ছিল বলে তখন পুলিশ জানিয়েছিল।
বাংলাধারা/এফএস/এএ













