লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে প্রধানমন্ত্রীর প্রয়াত সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রম ও তার পিতা মরহুম ইসহাক মিয়ার স্মরণে আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে পূর্ব চুনতি আঞ্জুমানে নওজোয়ান মাঠে ইসহাক মিয়ার স্মৃতিতে ক্লাব একাত্তরের উদ্যোগে আয়োজিত ‘ইসহাক মিয়া ও জেনারেল আবেদীন’ স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের এই উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলায় মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের বড় ভাই মুহাম্মদ ইসমাঈল মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বান্দরবান পৌর মেয়র ইসলাম বেবী, লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য মুহাম্মদ আনোয়ার কামাল, খেলার প্রধান সমন্বয়ক লোহাগাড়া উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলে এলাহী আরজু প্রমুখ।
খেলায় মুখোমুখি হন চুনতি ক্রীড়া একাডেমী বনাম শাহ সুফি ফুটবল একাদশ।তবে মাঝখানে বৃষ্টি হওয়ার কারণে খেলাটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
বাংলাধারা/এফএস/এএ













