বাংলাধারা ডেস্ক »
নৌযান শ্রমিকদের খাদ্যভাতা, সার্ভিস বুক চালুসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে সারা দেশে আজও কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকেরা। অনির্দিষ্টকালের এ কর্মসূচিতে সারা দেশের বিভিন্ন ঘাট ও বন্দরে স্থবির হয়ে পড়েছে পণ্য ওঠানামা।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার মধ্যরাত থেকেই কাজ বন্ধ রেখেছেন নৌযান শ্রমিকেরা।
লাইটারেজ শ্রমিক ইউনিয়ন ও নৌযান শ্রমিক ফেডারেশনের কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর, কর্ণফুলীর ঘাট এবং নদীপথে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। কর্মবিরতির জেরে দেড় হাজারের বেশি লাইটার জাহাজ, অয়েল ট্যাংকার অপেক্ষমাণ কর্ণফুলী নদীতে। বর্হিনোঙরে বন্ধ রয়েছে ৫০টির বেশি বড় জাহাজ থেকে পণ্য খালাস।
কর্মবিরতিতে আছেন খুলনা-যশোর অঞ্চলের ১০ হাজার শ্রমিক। বর্তমানে যাত্রীবাহী জাহাজ চললেও ৫ দিনের মধ্যে দাবি মানা না হলে সেগুলোও বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকেরা।
বাংলাধারা/এফএস/এএ













