২৮ অক্টোবর ২০২৫

কৃষকদের ‘সন্ত্রাসবাদী’ বলায় গ্রেপ্তার হতে পারেন কঙ্গনা

বাংলাধারা বিনোদন » 

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচার বিভাগ সম্পর্কে বিতর্কিত মন্তব্য শেয়ার করার অভিযোগে মুম্বইয়ের বান্দ্রায় কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

চলতি মাসে কঙ্গনার বিরুদ্ধে বিভিন্ন গোষ্ঠী, সম্প্রদায়ের মধ্যে বিরোধ-বিদ্বেষ ছড়ানো, রাষ্ট্রদ্রোহিতামূলক কার্যকলাপ-সহ নানা অভিযোগ আনেন এক আইনজীবী। বান্দ্রার বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট ওই অভিযোগের ভিত্তিতে কঙ্গনার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেন পুলিশকে।

এরপর এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘দ্রুত জেলে যাওয়ার জন্য অপেক্ষা করছি। এতে আমার জীবন নতুন মাত্রা পাবে।’

প্রসঙ্গত, নয়া কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়া কৃষকদের টুইটারে ‘সন্ত্রাসবাদী’ বলায় সম্প্রতি কর্নাটকের একটি আদালতও কঙ্গনার বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে। পরে অবশ্য তীব্র সমালোচনার মুখে সেই টুইট মুছে ফেলেন তিনি ।

বাংলাধারা/এফএস/ওএস

আরও পড়ুন