কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজার ৩৪ বিজিবির উখিয়ার রেজু আমতলী সীমান্ত পিলারের মিয়ানমারের অভ্যন্তরে স্থল মাইন বিষ্ফোরণে রোহিঙ্গা এক কিশোর নিহত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে মিয়ানমারের অভ্যন্তরে মাছ শিকারে গিয়ে ফেরার পথে এ দুর্ঘটনায় পতিত হয় রোহিঙ্গা এই কিশোর।
নিহত মো. জাবের (১৩), উখিয়ার কুতুপালং লাম্বাশিয়া শিবির-১/ডব্লিউ, ব্লক-ডি/৪-১৪ এর বাসিন্দা মো. এমদাদ হোসেনের ছেলে।
কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের মাঝি সালামত উল্লাহ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এমদাদদের বাড়ি রেজু আমতলী তুমব্রো সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে খুব কাছাকাছি। সেখানে মাছ ধরার ছোট খাল আছে। যেখানে নিয়মিত মাছ ধরা যায়। জাবেরসহ রোহিঙ্গা ক্যাম্পের ১০-১২ জনের একটি দল প্রায় সময় ওপারে মাছ শিকারে যেত। শনিবার সকালেও তারা মাছ শিকারে গিয়ে বেলা সাড়ে ৯টার দিকে ফেরছিল। এসময় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে ক্ষত-বিক্ষত হয়ে ঘটনাস্থলে মারা যায় জাবের। সঙ্গীরা তাকে উদ্ধার করে কাপড়ে মুড়িয়ে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে আসে। তার ক্ষতবিক্ষত দেহটি দুপুরে দাফন করা হয়েছে।
বিষয়টি সম্পর্কে জানতে কক্সবাজার-৩৪ বিজিবির কমান্ডার লে. কর্ণেল আবু হায়দার আজাদ আহমেদের মুঠোফোনে বেশ কয়েক বার যোগাযোগ করা হয়। সংযোগ না পাওয়ায় বক্তব্য জানা সম্ভব হয়নি।
বাংলাধারা/এফএস/এএ













