রেজা খসরু »
১.
তফাৎ
তুমি দেখো- শহর জুড়ে
নোংরা জলের ঢেউ,
আমি দেখি- জলের বুকে
স্বপ্ন ভাসায় কেউ।
আমি দেখি- আকাশ হতে
স্বপ্ন আসে নেমে,
জীবনটাকে নাও বানিয়ে
চলছি থেমে থেমে।
তুমি দেখো- এই শহরে
ডুবছে গাড়ী-বাড়ী,
আমি দেখি – মন ভেজানো
প্রেমের বাড়াবাড়ি।
আমি দেখি- মনের ঘরে
প্রেমটা আসে যায়,
জীবন জাগে, মরণ জাগে
তোমার খবর নাই।
২.
আমার একজন ভাঙ্গা মানুষ চায়
এমন কোন মানুষ কি আছে,
যে কোথাও কখনো ঠকেছে?
যাকে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে অবহেলায় খুন করেছে?
যার হাতে হাত রেখে কথা নিয়েছিলো ‘আমায় ছাড়বেনা তো?’
তারপর সে নিজেই ছেড়ে গেছে!
এমন কোন স্বপ্নহারা, ঘুমহারা মানুষ কি আছে?
আমার আশে-পাশে
যাকে ঘুম বেচতে হয় বিষন্নতার কাছে?
যার আদি-অন্তে পাওয়ার সুখ নাই,
হারানোর যন্ত্রণায় যার দিন কাটে, কাল পুরায়।
এমন কোন পথিক কি নাই-
আজীবনের চেনা পথে যে পথ হারায়।
পথের কাছের ঘাসফুলে যে চোখ ভরায়?
আসলে
আমার একজন ভেঙ্গে যাওয়া মানুষ চায়।
যার হৃদয়ের বাগানে শতবার ফুল ফুটে
তবু ঝরে যায়।
কোন ফুলকুড়ানি এসে কুড়োবার ছলে পায়ে মাড়ায়।
আমি তেমনই এক ঝরা ফুল টোকাই।
আমি জানি- যে ভেঙ্গে যায়, তাকে নতুন করে ভাঙ্গা দায়।
তাই আমৃত্যু হাত ছুঁয়ে রবে, এমন হাত খোঁজা মানুষ চাই।
৩.
এই শহরে শুধু প্রেমিক বিক্রি হয় না
শহরের প্রতিটি বস্তু টাকায় কেনা হয় অথবা যায়।
ঘর-বাড়ী, দোকান-গাড়ী তো আছেই,
সাথে অন্যান্য ছোটখাটো থালাবাটি।
গাছের ছাকল-বাকলও কিনতে হবে টাকায়।
প্রতি গ্লাস পানি গিলতে অন্তত একটি কয়েন ঢালতে হবে।
ইদানীং আবার চড়া দামে অক্সিজেন বিক্রি হয়
যা দিয়ে আমি ঈশ্বরের কৃপায় বিনামূল্যে ফুসফুস চালাই।
টাকায় বিক্রি হয় শ্রম, মেধা এমনকি হাত-পা সহ মানুষও।
মানুষের কলকব্জা তো আগেও বিকোতো
এখন বিকোয় মনও।
বেচাকেনা হয় নেতা-নেত্রী এবং তাদের ভোট।
অবশ্যই মাঝেমধ্যে ভোটটা বিনামূল্যে পাওয়া যায়
তাতে নেতার না প্রাণ যায়, না সম্মান হারায়।
প্রাণ-সম্মান আবার সহজলভ্য বস্তু
রাস্তার ধুলোবালি এবং দূর্বাঘাসের মত।
পাত্র বিক্রি হয়, পাত্রী বিক্রি হয়- নগদে বা দ্রব্য বিনিময় প্রথায়।
যেমন ধরুন- বিসিএস, শহুরে বাড়ী এসব দ্রব্য বিনিময়ের মাধ্যম।
শহরে আবার উদ্যোক্তাদের ভালোই উৎপাত।
খাবারদাবার, কাপড়চোপড় তো বানায়,বেচে খায়।
পারলে আপনাকেও টাঙিয়ে দেবে মূল্য তালিকায়।
বই-পত্র, খাতা-কলম আরো আরো সব বিক্রি হয়।
আমি, তুমি, তোমার পরিধেয় পোশাক, মন, ইজ্জত, রূপ ও প্রসাধনী
এবং সকল কিছু, যা আমি হয়তো জানিনা।
আমি জানি,
এই শহরে শুধু প্রেমিক বিক্রি হয় না।
কারণ, প্রেমিক দেবতা; কোন দ্রব্য না।
বাংলাধারা/এফএস/এআর













