বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম সিটি কপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বিজয়ী হলে তিনি নগরের যোগাযোগ, শিক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন করবে বলে দাবি করেছেন। এছাড়া তিনি নগরীর ৪১ ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার আশ্বাস দিয়েছেন।
আজ (৩১ অক্টোবর) বিকালে নগরীর মোমিন রোড়স্থ একটি কমিনিউটি সেন্টারে বাংলাদেশ তাঁতীলীগ চট্টগ্রাম মহানগর শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় এসব পরিকল্পনার কথা জানান।
জনাব রেজাউল করিম বলেন, জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন তাঁতী লীগ নেতা-কর্মীদের এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রীর প্রার্থীকে বিজয়ী করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার মনষিকতা নিয়ে নির্বাচনী প্রচারণায় ঝাপিয়ে পড়েতে হবে।
তিনি বলেন, সাবেক সফল মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মতো নগরবাসীর কথা মাথায় রেখে হোল্ডিং ট্যাক্স বাড়ানো হবে না।
এছাড়া, এই মতবিনিময় সভায় চসিক মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী চট্টগ্রাম নগর নিয়ে তাঁর নানা পরিকল্পনার কথা তুলে ধরেন।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ তাঁতীলীগ চট্টগ্রাম মহানগর এর সাধারণ সম্পাদক রত্নাকর দাশ টুনু।
বাংলাদেশ তাঁতীলীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি নুরুল আমিন মানিকের সভাপতিত্বে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ন সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, দক্ষিণ জেলা তাঁতীলীগের সদস্য সচিব পরিমল দেব, পাঁচলাইশ থানা তাঁতীলীগের যুগ্ন আহবায়ক মোঃ নুরুল্লাসহ নগরের ৪১ ওয়ার্ডের সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
বাংলাধারা/এফএস/এআর













