জসিম উদ্দিন জয়নাল »
‘মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান সম্পূর্ণ হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনায করেন, মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশ্রাফ উদ্দিন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব।
প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, যুবকদের স্বনির্ভর করতে এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগকে গতিশীল করতে দিবসটি পালিত হয়ে আসছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এবছর জাতীয় যুব দিবসের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস’।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে অনেক বেকারত্ব কমেছে সরকার যুবকদের কর্মসংস্হানের সুযোগ সৃষ্টি করেছেন।
সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব বলেন, বর্তমান সরকার বেকার যুবদের প্রতিষ্টিত করার জন্য যুব উন্নয়নের প্রশিক্ষনের মাধ্যমে ঋনদিয়ে সহযোগিতা করছে। বর্তমানে বেকারত্বের হার কমেছে।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি ফারজানা আক্তার ববি, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো:আনিছুজ্জামান ডালিম।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব বেকার যুকদের হাতে ১ লাখ ৯৫ হাজার টাকার যুব ঋনের চেক তুলে দেন।
বাংলাধারা/এফএস/এআর













