২৭ অক্টোবর ২০২৫

ফুলগাজীতে বন্যায় ভেসে গেছে ২২ লাখ টাকার মাছ

বাংলাধারা ডেস্ক  »

ফেনীর ফুলগাজী উপজেলায় বন্যা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে জানা গেছে। তবে বন্যাকবলিত এলাকায় পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির নানা চিত্র। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন নিম্নআয়ের হতদরিদ্র, দিনমজুর ও প্রান্তিক কৃষকেরা।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত শনিবার রাতে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বর্ষণে উপজেলার মুহুরী নদীর দুটি স্থানে বাঁধ ভেঙ্গে যায়। এতে প্লাবিত হয় পাঁচটি গ্রাম। বর্তমানে পানি বিপদসীমার নিচে। তবে বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনও পানি প্রবেশ করছে।

ইতোমধ্যে বন্যায় ঘর-বাড়ি, ফসলি জমিসহ অনেক গ্রামীণ সড়ক নষ্ট হয়ে গেছে। জেলা কৃষি ও মৎস্য বিভাগ জানিয়েছে, বন্যায় ১০৫ হেক্টর রোপা আমন (পাকা ধান) ও ৬ হেক্টর সবজি নষ্ট হয়েছে। ভেসে গেছে শতাধিক পুকুরের ১০ মেট্রিক টন পোনা মাছ। এতে অন্তত ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন