খাগড়াছড়ি প্রতিনিধি »
মাটিরাঙ্গা উপজেলায় ৭৩ জন অসহায় ভিক্ষুকদের মাঝে নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা অনুদান বিতরণ করেছে খাগড়াছড়ি জেলা সমাজকল্যাণ পরিষদ। সোমবার (২নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসব অনুদান বিতরন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও তৃলা দেব। তিনি বলেন, আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে সরকার প্রত্যেককে ৫ হাজার টাকা করে অনুদান দিয়েছে। এসব টাকা দিয়ে হাঁস-মুরগি পালন করে নিজেদের ভাগ্য পরির্বতন করা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাদশাহ ফয়সাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল, সদর ইউপি চেয়ারম্যান হিরন জয় এিপুরা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির পাটোয়ারী, বর্নাল ইউপি চেয়ারম্যান আলী আকবর, তাইন্দং ইউপি চেয়ারম্যান মো:হুমায়ন কবির, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল, সাধারন সম্পাদক মো. মুজিবুর রহমান ভূইঁয়া প্রমুখ।
বাংলাধারা/এফএস/এআর













