২৭ অক্টোবর ২০২৫

কোয়ারেন্টিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

আন্তর্জাতিক ডেস্ক  »

করোনায় আক্রান্ত একজনের সংস্পর্শে আসায় নিজ বাসায় কোয়ারেন্টিনে আছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম। 

রোববার এক টুইট বার্তায় তিনি আরো জানান, করোনায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলেও কোনো উপসর্গ ছাড়াই সুস্থ আছেন। পাশাপাশি নিজ বাসায় অবস্থান করেই স্বাস্থ্য সংস্থার প্রয়োজনীয় কাজ করছেন তেদরোস আধানোম। খবর আল জাজিরার।  

টুইটে তিনি আরো বলেন, বাসায় অবস্থান করে আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলছি। ৫৫ বছর বয়সী তেদরোস আধানোম ইথিওপিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী। করোনা শুরুর পর থেকেই সবাইকে ঘনঘন হাত ধোয়া, মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিতের আহ্বান জানিয়ে আসছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। 

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন