লোহাগাড়া প্রতিনিধি »
লোহাগাড়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ। রোববার (১ নভেম্বর) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় পাচারকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে ।
আটককৃত ব্যক্তির নাম দীপক দাশ (৩২)। সে কক্সবাজারের পশ্চিম ছনখোলা এলাকার মৃত দিলীপ দাশের পুত্র। সোমবার (২ নভেম্বর) তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, প্রাইভেট কারের তেলের ট্যাংকে করে টেকনাফ হতে চট্টগ্রামের উদ্দেশ্যে ইয়াবা নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল প্রাইভেটকারে তল্লাশী চালায়।
বাংলাধারা/এফএস/এআর













