২৭ অক্টোবর ২০২৫

লঘুচাপের পরই প্রকৃতিতে নামবে শীত

বাংলাধারা ডেস্ক »

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের পরই প্রকৃতিতে ধীরে ধীরে শীত নামতে শুরু করবে। এ বছর অক্টোবরে মৌসুমি বায়ুর প্রভাব চলমান থাকায় বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে প্রকৃতিতে শীত আসতেও কিছুটা দেরি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, বরিশাল, সিলেটসহ কয়েকটি অঞ্চলে আগামী দুই দিনও হালকা বৃষ্টি থাকবে জানান তারা।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘অন্যান্য বছরে যেভাবে নভেম্বরেই রাতের তাপমাত্রা কম থাকত, বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণেই তাপমাত্রাটা কম নাই। মৌসুমি বায়ু দূরীভূত হতে সময় বেশি নিয়েছে এবং বঙ্গোপসাগরে একটার পর একটা লঘুচাপ অবস্থান করার কারণে এবার অক্টোবরে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি। সব সময় নভেম্বর মাস থেকে তাপমাত্রাটা কমা শুরু করে। এবার আজ থেকেই হয়তো দেশের উত্তর-পূর্ব অঞ্চলে শীতের আমেজ পড়তে শুরু করবে।’

চলমান লঘুচাপের প্রভাবে আরো এক-দুদিন চট্টগ্রাম, বরিশাল ও খুলনায় হালকা থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান এই আবহাওয়াবিদ।

আবহাওয়া অফিস বলছে, ছয় মাস ধরেই বঙ্গোপসাগরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি। আজ সোমবার সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও রাজশাহী বিভাগের রাতের তাপমাত্রা কমতে পারে। অন্যবিভাগে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এবং দিনের তাপমাত্রা সারা দেশে প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ