বোয়ালখালী প্রতিনিধি »
কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় প্রদর্শনী স্থাপনের জন্য বোয়ালখালী উপজেলার ৮ জন কৃষককে দেওয়া হয়েছে ২৪ হাজার ‘লতিরাজ’ কচুর চারা।
সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন কৃষকদের হাতে এ সব চারা তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আতিক উল্লাহ্, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, উপজেলা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসান, উপ সহকারী কৃষি কর্মকর্তা এবং কৃষকবৃন্দ।
কৃষি অফিসার মো. আতিক উল্লাহ্ বলেন, বোয়ালখালী উপজেলা কচুর জন্য বিখ্যাত। এ উপজেলার মাটি ও আবহাওয়া কচু চাষের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় লতিরাজ কচু চাষ করে কৃষকরা অধিকতর লাভবান হবে বলে আশা করছি।
বাংলাধারা/এফএস/এআর












