৩০ অক্টোবর ২০২৫

সিনথিয়া রহমান এর দু’টি কবিতা

সিনথিয়া রহমান »

১.

ভ্রান্তি

হাত বাড়ালে যায় না ছোঁয়া
মন বাড়িয়ে ছুঁই
কাছের মানুষ ছুঁয়ে দিলেও
দূরে দূরে রই।

মনের সাথে মন মিলেছে
তুমি আমি নই
সামনে শুধু কায়ার ছায়া
মন হারালো কই।

দূরত্ব যে বাধ মানে না
মন ছুটেছে ওই
চোখ বুজলে সামনে যেজন
মেললে হারায় কই।

ক্লান্ত ভীষণ ভ্রান্ত জীবন
পথিক আমি হই
পথের কাছে প্রশ্ন করি
আমার মানুষ কই।।

২.

চেনা সুর 

চলো এ পথ ধরে আজ হেঁটে যাই
হাতে হাত রেখে নীল স্বপ্ন কুড়াই
মেতেছি খেলায় আজ নিয়ন আলোয়
জীবনের মানে যেন রঙ খুঁজে পায়।

ছুঁয়ে নিয়ে তোমায় দিয়েছি যে কথা
আড়াল হব না কভু হোক যত ব্যথা
মনে মনে আমি যে তোমার ছায়া হই
আকুল আবেগে যেন আমি ভেসে রই।

মন দেয়া নেয়ার এই রঙ খেলাতে
প্রিয় কভু যেও নাতো ভুলে আমাকে
গোধূলি আলোয় তুমি কাছে এলে তবে
জীবনের গল্পটা ফের শুরু হবে।

ছুটে যাব আজ সেই পথ প্রান্তে
শেষ থেকে হবে শুরু অজান্তে
গাইব দুজন আজ হৃদয়ের গান
চেনা সুরে বাধা পড়ে হব অম্লান।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন