বাংলাধারা প্রতিবেদন »
সাবেক ছাত্রনেতা সাইফুল আলম লিমনের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের বিভিন্ন কলেজ, ওয়ার্ড, থানা ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দগণ।
রোববার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল আলম রনি এবং সঞ্চালনা করেন সদস্য সুজয়মান বড়ুয়া জিতু ও উপধর্ম বিষয়ক সম্পাদক রাশেদ চৌধুরী।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য ও ৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ১৪ নং লালখান বাজার ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর আহমদ কবির মানিক, চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য জাবেদুল আলম সুমন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ইয়াছির আরাফাত; চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ওয়াহেদ রাসেল, সাবেক ছাত্রলীগ নেত রুবেল আহমেদ বাবু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনসুর আলম প্রমুখ।
উপস্থিত বক্তারা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জামায়াত-শিবিরের আগ্রাসণ বিরোধী আন্দোলন সংগ্রামের প্রথম সারির নেতা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও সহ সম্পাদক সাইফুল আলম লিমনকে পরিকল্পিতভাবে মামলা দিয়ে তার রাজনৈতিক সম্মান নষ্টের চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি কুচক্রী মহল। সাইফুল আলম লিমন যদি কিশোর গ্যাং হতো তবে আজকে চট্টগ্রামের প্রধান প্রধান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লিমন এর মুক্তির দাবিতে রাজপথে আন্দোলন করতো না। তারা বক্তব্যে সাইফুল আলম লিমনের নামে হওয়া মামলা অবিলম্বে প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানায়।
বাংলাধারা/এফএস/ইরা