২ নভেম্বর ২০২৫

কালুরঘাটে ১ লাখ ৪৮ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর চান্দগাঁও থানার পুরাতন কালুরঘাট এলাকায় ১ লাখ ৪৮ হাজার পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করা হয়।

শনিবার (২১ নভেম্বর) রাত ১২ টায় মিয়ানমার থেকে নদীপথে সরাসরি মাছ ধরার ট্রলারে করে ইয়াবা খালাস করার সময় সোহেল উদ্দিন নামে এক পাচারকারীকেও আটক করা হয়। তিনি সাতকানিয়ার বাসিন্দা।

চান্দগাঁও থানার ওসি আতাউর রহমান খন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মিয়ানমার থেকে নদী পথে ট্রলারে করে ইয়াবা এনে চট্টগ্রামে খালাস করছিল একটি চক্র। গোপন সংবাদে মোহরার পুরাতন কালুরঘাট এলাকায় ট্রলার থেকে ইয়াবা খালাস করে গাড়িতে উঠানোর সময় সোহেল উদ্দিন নামে একজনকে আটক করা হয়।। এসময় তার হেফাজতে থাকা ১ লাখ ৪৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। এছাড়া ওই চক্রের পলাতক অন্য সদস্যদেরও আটকে অভিযান চলছে।’

বাংলাধারা/এফএস/ওএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ