১৭ ডিসেম্বর ২০২৫

নগরীতে বাড়ছে শিশু রোগীর সংখ্যা

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু বিভাগ রোগীতে টইটুম্বর। শয্যার তুলনায় অতিরিক্ত রোগী ভর্তি আছেন।

তথ্য মতে, ভর্তিরতদের ৪০ শতাংশের বেশি শিশুই শ্বাসকষ্টের চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে।

চিকিৎসকরা বলছেন, শীত শুরু হওয়ার সাথে সাথেই বৃদ্ধি পেয়েছে শিশুদের ঠান্ডাজনিত বিভিন্ন রোগ। যার কারণে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নবজাত থেকে শুরু করে শিশু রোগী।

শুধু ভর্তিই নয়, গত কয়েক সপ্তাহের তুলনায় হু হু করে বাড়ছে চট্টগ্রামের বৃহৎ এ দুই হাসপাতালের বহিঃবিভাগেও চিকিৎসা নিতে ছুটে আসা রোগীর সংখ্যা। যদিও শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট, ভাইরাসঘটিত রোগসহ, সর্দি, কাশি, ডায়ারিয়া, এলার্জ, নিউমোনিয়া এবং শীতজনিত অন্যান্য রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে বহু শিশু।

আতঙ্কিত না হয়ে এসময় শিশুদের প্রতি একটু বাড়তি নজর রাখার তাগিদ শিশু বিশেষজ্ঞদের।

চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা. নাসির উদ্দিন মাহমুদ বলেন, ‘এ সময়ে শিশুদের প্রতি অবশ্যই মায়েদের বাড়তি নজর দিতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। উপসর্গ দেখা দিলেই সাথে সাথেই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। সঠিক সময়ে চিকিৎসা নিলে শতভাগ সুস্থ হওয়া সম্ভব।’

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. ফাহিম হাসান বলেন, আবহাওয়ার পরিবর্তনের কারণেই এসব রোগে শিশুরা আক্রান্ত হচ্ছে। করোনার এ সময়ে আতঙ্কিত না হয়ে শিশুদের নিরাপদ রাখতে মায়েদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।’

বাংলাধারা/এফএস/এইচএফ/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ