১৬ ডিসেম্বর ২০২৫

চকরিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইজিবাইক চালক খুন

কক্সবাজার প্রতিনিধি  »

কক্সবাজারের চকরিয়ায় এক টমটম (ইজিবাইক) চালক দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছে। সোমবার (৭ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চকরিয়া পৌরসভার পালাকাটাস্থ সাবেক কাউন্সিলর এনামুল হকের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

নিহত মো. আব্দুস শুক্কুর (১৬) চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ইলিশিয়া বাজার পাড়ার মৃত আনোয়ার হোসেনের ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের জানান, রাত ৮টার দিকে স্থানীয় লোকজন রাস্তায় রক্তাক্ত অবস্থায় ওই টমটম চালক কিশোরকে পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে মাদক ব্যবসার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘগঠিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহত কিশোরের সৎ পিতা বেলাল মাদক ব্যবসায় জড়িত। ইজিবাইক (টমটম) চালানোর পাশাপাশি সৎ পিতার সাথে মাদক ব্যবসায় শুক্কুর জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে হত্যাকারীদের চিহৃত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি শাকের মোহাম্মদ যুবায়ের।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ