আলমগীর মানিক »
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে পার্বত্য জেলা রাঙামাটিতে পাঁচজন জয়িতা নারীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার (৯ ডিসেম্বর) মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। এসময় তিনি এই সম্মাননা ক্রেষ্ট জয়িতাদের হাতে তুলে দেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম, পার্বত্য জেলা পরিষদ সদস্য বেগম মনোয়ারা আক্তার জাহান, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা, সদর উপজেলা মহিলা ভাইছ চেয়ারম্যান নাছরিন আক্তারসহ জেলার বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ।
রাঙামাটি জেলায় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন/ শিক্ষা ও চাকুরি, সফল জননী, সমাজ উন্নয়নে অসামান্য অবদান ও নির্যাতনে বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন পরিচালনার জন্যে রাঙামাটির এই পাঁচ নারীকে রাঙামাটি জেলা প্রশাসনের সহায়তায় বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
বাংলাধারা/এফএস/এআর













