২৫ অক্টোবর ২০২৫

৬০ এতিম শিশু পেলো পুলিশের উপহার

বাংলাধারা প্রতিবেদন  »

সমাজের অবহেলিত পিতৃ-মাতৃহীন সুবিধাবঞ্চিত ৬০ জন শিশুর হাতে পছন্দের জিনিস ক্রয় করে দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের কর্মরত পুলিশ সদস্যরা।

বুধবার(২৩ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর একটি সুপার শপের সামনে ‘খুশির ঝুড়ি হাতে, চলি পুলিশের সঙ্গ ’ নামক এই কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

তিনি বলেন, অবহেলিত শিশুদের পাশে যে পুলিশ আছে তার একটা বার্তা দেযার জন্য এই অনুষ্ঠান। এছাড়া সমাজের বিত্তবানদেরও এসব সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পুলিশ কমিশনার।

সালেহ মোহাম্মদ তানভীর বলেন, সিএমপি কিশোর গ্যাং নিয়ে কাজ করছে। এর ও অংশ হতে পারে আজকের আয়োজনটা। যারা কিশোর তারা যেন দারিদ্র্যের কারণে অপরাধের পথ বেছে না নেয়। এই বিষয়টিকে নিশ্চিত করা।

সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটিয় তুলার লক্ষেই এই আয়োজন। এই আয়োজনে সুপার শপটি থেকে তাদের পছন্দের জিনিসগুলো ক্রয় করেছে শিশুরা। যারা মূল্য পরিশোধ করে আয়োজকরা শিশুদের বাড়ি দিয়ে এসেছেন। এ ধরনের আয়োজনে খুশি সুবিধাবঞ্চিত শিশুরাও।

এক শিশু বলেন, আমি কখনও এখানে আসতে পারতাম না। আমাদেরকে নিয়ে আসা হয়েছে আমরা এখন অনেক খুশি।

যাদের মূলত কল্পনার জগত রয়েছে এরকম সুপার শপে প্রবেশ করে জিনিস ক্রয় করার। তাদের সেই কল্পনার জগতকে বাস্তবে রুপ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগে কর্মরত পুলিশ সদস্যরা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক বলেন, চট্টগ্রাম নগরীর ইলমুল কোরআন একাডেমি, প্রর্বত্তক সংঘ অনাথ আশ্রম, টাইগার পাস ও বকুলতলা বসতি থেকে সুবিধাবঞ্চিত ৬০ জন শিশুকে নিয়ে আসা হয়েছে নগরীর একটি সুপার শপে নিজেদের পছন্দ মতো জিনিস ক্রয় করার জন্য। নিয়ে আসা এসব শিশুদের অনেকই এতিম ও সবাই সুবিধাবঞ্চিত।

তিনি আরও বলেন, সুবিধাবঞ্চিত শিশুরা যেন পুলিশকে দূরের কেউ না ভেবে, আপনভাবে সেজন্যই একাজটির উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া শিশুরা যেন মাদক, জঙ্গিবাদ ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত না হয় সেজন্য এসব শিশুদেরকে অঙ্গীকার ও করানো হয়েছে। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন