লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়ায় প্রধানমন্ত্রীর পক্ষে জেলা পরিষদ কর্তৃক গৃহহীন ২ পরিবারের ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৩ ডিসেম্বর) নির্মাণ কাজের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য মোহাম্মদ আনোয়ার কামাল।
প্রধানমন্ত্রীর উপহারস্বরুপ ঘর পাওয়া দুই পরিবারগুলো হলো, উপজেলার বড়হাতিয়া মোহাম্মদ সিকদার পাড়ার মাওলানা আবদুর রশিদের পুত্র মোহাম্মদ জুবাইর। তিনি একজন বাক প্রতিবন্ধী।তার সংসারে স্ত্রী ও ৪ মেয়ে রয়েছে।
অপরজন চুনতি সাতগড় পুর্ব পাড়ার মৃত নুর আহমদের পুত্র হাফেজ মমতাজ। তিনি শারিরীক প্রতিবন্ধী।তার সংসারে স্ত্রী, ৩ ছেলে এবং ১ মেয়ে রয়েছে নির্মাণাধীন প্রতিটি ঘরের মূল্য ৬ লাখ টাকা।
চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য মোহাম্মদ আনোয়ার কামাল বলেন, জুবাইর এবং হাফেজ মমতাজ দু`জনই প্রতিবন্ধী।তারা দীর্ঘদিন ধরে ঘর না থাকায় স্ত্রী ও ছেলে-সন্তানদের নিয়ে অতিকষ্টে দিনাতিপাত করে আসছিল।তাদের অসহায়ত্বের কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চট্টগ্রাম জেলা পরিষদের মাধ্যমে দুটি ঘর প্রদান করা হয়েছে।আজ সেগুলোর নির্মাণ কাজ শুরু করা হয়।মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পেয়ে তারা ভীষণ খুশি ও আনন্দিত।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী কানন বড়ুয়া, বড়হাতিয়ার কৃতি সন্তান সমাজসেবক মিরান হোসেন মিজান, ঠিকাদার মোহাম্মদ মুজিবুর রহমান, স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ আবুল কাসেম, চুনতি ইউপি সদস্য মোকতারুল আলম, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, চুনতি সাতগড় সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ ওমর ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বাংলাধারা/এফএস/এআর













