বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে পুলিশের ওপর হামলা করে পালানোর ঘটনায় সন্ত্রাসী নুরুর ১২ সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।এ সময় তাদের কাছ থেকে চারটি কিরিচ, তিনটি ছোরা, দু’টি চাপাতি ও ১ হাজার ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে নগরের আকবরশাহ থানার নাছিয়া ঘোনা ১ নং ঝিল পাহাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বিবি কুলসুম ওরফে বিউটি বেগম, মো. মোশারফ হোসেন, মো. পারভেজ, মো. ওমর আলী, মো. জুয়েল রানা, মো. রাসেল, মো. বাবুল, আতা উল্যাহ, মো. সাঈদ, মো. হৃদয় হোসেন, মো. ইব্রাহিম খলিল ও অহিদুল ইসলাম বাদশা।
আকবরশাহ থানার ওসি মোহাম্মদ জহির হোসেন জানান, নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নূরে আলম নুরু সরকারি পাহাড়ি জায়গা অবৈধভাবে দখল করে অপরাধ সাম্রাজ্য গড়ে তোলে। গত ২৬ ডিসেম্বর তাকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। এ সময় নুরু ও তার অনুসারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার নগর গোয়েন্দা পুলিশ ও আকবরশাহ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে নুরুর ১২ সহযোগীকে গ্রেপ্তার করে।
তবে পুলিশের অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় নুরু। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওসি আরও জানান, নুরুর বিরুদ্ধে সরকারি পাহাড়ি এলাকা দখল করে কলোনি গড়ে তোলা, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে নগরীর বিভিন্ন থানায় ২৪টি মামলা রয়েছে।
বাংলাধারা/এফএস/এইচএফ













