বোয়ালখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে ইরা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরণদ্বীপ ৭নং ওয়ার্ডের আমিনুর রহমানের বাড়ীতে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন জানান, স্থানীয় আবদুর রহমান খোকনের মেয়ে ইরা বাড়ির পেছনে খেলতে গিয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী বলেন, ইরাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাধারা/এফএস/এইচএফ













