৩১ অক্টোবর ২০২৫

আনোয়ারায় মধ্যরাতে সীমানা প্রাচীর ভাঙচুর: ৭ আসামী কারাগারে

আনোয়ারা প্রতিনিধি  »

আনোয়ারা উপজেলার মালঘর গ্রামে ভূমি বিরোধের জেরে গভীর রাতে বসতঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৭ আসামীকে কারাগারে প্রেরণ করেছে আদালত।

২৮ শে ডিসেম্বর দায়েরকৃত মামলায় বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) আদালতে ৮জন আসামি হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক ১ জনকে জামিন দিয়ে বাকী ৭ আসামীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

আসামিরা হলেন, মোহাম্মদ ইব্রাহীম (৪৫), আবুল বসর(৫৫), মো: সোলাইমান (৫৫), মো:ইউছুফ (৫৮), শওকত ওসমান(৩৫), মো: মিনহাজ (২০), মো: মিনহাজ (২৫)।

উল্লেখ্য, গত ২৮শে ডিসেম্বর পূর্বের ভূমি বিরোধের জেরে কামাল সাওদাঘরের বাড়িতে শতাধিক সশস্ত্র সন্ত্রাসী নিয়ে গভীর রাতে বাড়িতে হামলা ও লুটপাট করে। পরে বাড়ির প্রধান গেইট ভেঙ্গে পেলে। ঐ দিন কামাল সাওদাগরের ছোট ছেলে মোর্শেদ বাদী হয়ে লুটপাট, ভাংচুর ও হত্যার অভিযোগে ১১ জনকে আসামী করে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেন।

আজ ঐ মামলায় আসামীরা জামিন নিতে গেলে আদালত ৭ আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন