১ নভেম্বর ২০২৫

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি সৌরভ

বাংলাধারা স্পোর্টস  »

আচমকা অসুস্থ হয়ে পড়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলী। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি এই ক্রিকেটার। বার্তা সংস্থা এএনআই, পিটিআই এবং আনন্দবাজারসহ কয়েকটি সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।

আনন্দবাজার জানিয়েছে, আজ শনিবার বাড়িতে জিম করছিলেন সৌরভ। সেসময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। এর পর মাথা ঘুরে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে বিসিসিআই সভাপতির।

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, হাসপাতালে চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন সৌরভ। অসুস্থতার ব্যাপারে আর কিছু জানায়নি। 

এএনআইকে সৌরভের ঘনিষ্ট সূত্র জানিয়েছে, সৌরভ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর এনজিওপ্লাস্টি লাগতে পারে। তবে আপাতত বিপদ কাটিয়ে উঠেছেন তিনি।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ