৩১ অক্টোবর ২০২৫

কেইপিজেডে লেক থেকে উদ্বার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় মেলেনি

আনোয়ারা প্রতিনিধি »

কেইপিজেডের লেক থেকে উদ্ধার হওয়া যুবকের লাশের পরিচয় এখনো শনাক্ত  হয়নি।

মঙ্গলবার (৫ জানুয়ারি) ২৪ বছর বয়সী এই অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে কর্ণফুলী থানা পুলিশ।

কেইপিজেডের অভ্যন্তরে বদলপুরা লেকের পানিতে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পার্শ্ববর্তী জামতলা পুলিশ ফাঁড়ি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।

কর্ণফুলী থানার ওসি মো. দুলাল মাহমুদ জানান, কেইপিজেড এর লেক হতে অজ্ঞাত লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

স্থানীয় লোকজন ও পুলিশ সুত্রে জানা যায়, লেকের পানিতে ভাসমান লাশের শরীরের অনেকাংশে পঁচে গেছে। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ২৪ বছর। গায়ের রং কালো, শারিরিক গঠন মাঝারি, উচ্চতা অনুমান ৫ ফুট ৪ইঞ্চি। লাশের পরনে ছিল নীল রঙের অন্তর্বাস এবং বাম হাতে একটি রাবারের ব্রেসলেট ছিল। মৃতের শরীরে কোন উল্লেখযোগ্য আঘাতের চিহ্ন দেখা যায়নি।

পুলিশ মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা কয়েকদিন আগে যুবককে শ্বাসরোধ করে কিংবা অন্য কোন উপায়ে হত্যা করে লেকের পানিতে ফেলে যায়।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন