৪ নভেম্বর ২০২৫

বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের বেল্ট ও সনদ বিতরণ সম্পন্ন

বাংলাধারা প্রতিবেদন  »

এ ধরনের আয়োজন পাড়ায় পাড়ায় হলে কিশোর অপরাধ বলে কিছু থাকবে না। এক সময় ফুলের বাগানের মত হেসে উঠবে বাংলাদেশ। কারাতে বেল্ট ও সনদ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আবদুল আলিম এসব কথা বলেন।

শুক্রবার (৮ জানুয়ারী) বালাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান ড্রীম উইভারস কারাতে একাডেমীর বেল্ট ও সনদ বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে কারাতে চিফ কোচ সেনসী এ বি রনির সন্ঞালনায় প্রধান অতিথি শিক্ষাবিদ জনাব আবদুল আলিম স্যার ও বিশেষ অতিথি জনাব আবু সাঈদ সেলিমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পাঁচলাইশ আবাসিক কল্যান সমিতির সাধারন সম্পাদক ও পাঁচলাইশ কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব ও ড্রীম উইভারস কারাতে একাডেমীর উপদেষ্টা জনাব আবু সাঈদ সেলিম।

অনুষ্ঠানে আরও উপস্হিত ছিলেন বিকেএফকেএস’র সহকারি কোচ আইয়ুব হোসেন, উষাহলা মারমা, রন্জিত নাথ, শহিদুল ইসলাম, মহিলা কোচ তাসপিয়া সিরাজ, তারিফাহ বিনতে রনি।

উক্ত অনুষ্ঠানে সেনসী এ বি রনি বলেন, বরাবরের ন্যায় এবার ও গত ১০-১২ ডিসেম্বর ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ২৬ তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২০ বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা চট্টগ্রামের জন্য সর্বোচ্চ জাতীয় পদক অর্জন করেন।

এসময় বাংলাদেশে ধর্ষণবিরোধী আন্দোলন কারাতে সংগঠন হতে খোলা জায়গায় বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুল প্রতিরোধ করার টেকনিক্যাল সাইডগুলোও তুলে ধরেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন