৩ নভেম্বর ২০২৫

চসিক নির্বাচন: রামপুর ওয়ার্ডে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন এরশাদ উল্ল্যাহ

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে ২৫ নং রামপুর ওয়ার্ড কাউন্সিলর পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এরশাদ উল্ল্যাহ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। দল মনোনীত প্রার্থী আব্দুস সবুর লিটনকে সমর্থন জানিয়ে তার সাথে নির্বাচনী প্রচারণায় থাকার ঘোষণাও দিয়েছেন তিনি।

শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় তিনি তার বাসায় ২৫ নম্বর রামপুর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবদুস সবুর লিটনকে সাথে নিয়ে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।

এরশাদ উল্ল্যাহ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর পৃথক দুটি চিঠি লিখে তার প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি অবহিত করেছেন।

এর আগে গত ৭ জানুয়ারি নগরীর চারটি ওয়ার্ডে আওয়ামী লীগের চার বিদ্রোহী প্রার্থী সরে দাঁড়ান।

এরা হলেন, ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের নূর মোস্তফা টিনু, ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের আবদুল মান্নান, ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের সাব্বির আহমেদ এবং ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডের সাইফুল ইসলাম চৌধুরী।

প্রসঙ্গত, চসিকের প্রায় ৪১ ওয়ার্ডেই বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী আছে আওয়ামী লীগের। দলের নির্দেশ মেনে কোন বিদ্রোহী প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এটি দ্বিতীয় ঘটনা।

উল্লেখ্য, গত বছরের ২৭ মার্চ এ চসিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে স্থগিত হওয়ায় আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

২০২১ চসিক নির্বাচনে প্রায় দুই শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরের ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন