বাংলাধারা প্রতিবেদন »
নাগরিক কোলাহল পাড়া-মহল্লায় চায়ের কাপের আড্ডায় উত্তাপ ছড়াচ্ছে চসিক নির্বাচন। মাঘের শীতকে উপেক্ষা করে নগরীর কফি শপে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা প্রতিদিনই বেড়ে চলেছে।
নগরীর রামপুর ২৫নং ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সবুর লিটন নিয়মিত গণসংযোগ পালন করে চলেছেন। এসময় লিটন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করেন।
রোববার (১৭ জানুয়ারি) সকাল থেকে ২৫ নং ওয়ার্ডের বৈশাখী মাত প্রাঙ্গণ হতে পাশ্ববর্তী এলাকায় গণসংযোগ চালানো হয়। এ সময় গণমানুষ তৃণমূলের অংশগ্রহণের সংযোগস্থল কানায় কানায় ভরে ওঠে। গণমানুষের দৃঢ় সমর্থন ভালোবাসা প্রার্থী এসময় সিক্ত হন।
গণসংযোগ চলাকালে এলাকার তরুণ সমাজ শিক্ষাঙ্গন ক্রীড়াঙ্গন এবং মাদক নিয়ন্ত্রণের বিষয়গুলোকে ব্যাপকভাবে জোর দিয়ে আগামী দিনে তাদের প্রত্যাশা তুলে ধরেন। এই এলাকাগুলোতে এবার তরুণ ভোটার সংখ্যা বেশি হওয়াতে প্রার্থীও প্রতিনিধিগণ নানামুখী কার্যক্রমসহ নানা কর্মসংস্থানের আশ্বাস প্রদান করেন।

এতে আবদুস সবুর লিটন বলেন, একটি আধুনিক, মানবিক, ব্যবসা বান্ধব ও গতিময় ওয়ার্ড গড়তে আগামী ২৭ জানুয়ারি আমাকে টিফিন ক্যারিয়ার মার্কায় ভোট দিন। আমি একজন কাজ পাগল মানুষ, আমি কাজ করতে চাই। এই কাজ পাগল মানুষ আপনাদের নিয়ে এই ওয়ার্ডকে গড়তে চায়। যাতে ওয়ার্ডের সকলে নিরাপদ ও সুস্থ জীবন-যাপন করতে পারে।
সচেতন মহল মনে করেন তৃণমূল এবং গণমানুষের ভোটাধিকারকে নিশ্চিত করা গেলে আগামীতে ওয়ার্ডবাসীর মনোনীত নির্বাচিত প্রার্থীর মাধ্যমে আধুনিক ওয়ার্ড বিনির্মাণ সম্ভব হবে।

নির্বাচনী গণসংযোগে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী সদস্য মহীউদ্দীন শাহ খোকন, আনিসুল হক, শাহাবুদ্দিন, হুমায়ুন কোভিদ হিমু, তাজ উদ্দিন চৌধুরী, বোরহানউদ্দিন ফরহাদ সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
বাংলাধারা/এফএস/এআর
 
				












