৩১ অক্টোবর ২০২৫

মাইক্রোবাসের সীট বেল্টে মিলল ১৯ হাজার ইয়াবা

কক্সবাজার প্রতিনিধি  »

কক্সবাজারের টেকনাফে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১৮ হাজার ৮০০ ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা। রবিবার (১৭ জানুয়ারি) দুপুরে টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়া সংলগ্ন রাস্তায় অবস্থানরত মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ডের সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি।

তিনি জানান, টেকনাফ স্টেশান কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে টেকনাফ পাওয়ার হাউজ এর পূর্ব দিকে কায়ুকখালী পাড়া সংলগ্ন রাস্তার পাশে দাড়ানো একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশী কালে গাড়ির সীট বেল্টের নিচে অভিনব কায়দায় লুকায়িত পলিথিন ব্যাগ থেকে ১৮ হাজার ৮শত পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এঘটনায় মাইক্রো বাসটিও জব্দ করা হয়েছে।

তিনি বলেন, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও মাইক্রোবাসটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন