বাংলাধারা স্পোর্টস »
বার্সেলোনার হয়ে ৭৫৩তম ম্যাচ খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। এই ম্যাচে ১৭ বছরের ক্লাব ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে এই তারকা ফুটবলারকে।
ঘটনাটি রোববার (১৭ জানুয়ারি) স্প্যানিশ সুপার কাপের ফাইনালের। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
জয়ের কাছে পৌঁছেও স্প্যানিশ সুপার কাপ জেতা হয়নি বার্সেলোনার। ফাইনালে মেসি ফেরার পরেও অ্যাথলেটিক বিলবাওর কাছে তারা হেরেছে ৩-২ গোলে।
ম্যাচের অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে পিছিয়ে থাকা অবস্থায় মেসিকে প্রতিপক্ষের এক খেলোয়াড় পথ আটকে দেওয়ার চেষ্টা করলে এক ধাক্কায় তাঁকে ফেলে দেন বার্সা অধিনায়ক।
প্রথমে রেফারির চোখ এড়িয়ে যায় ঘটনাটি। পরে তিনি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দিয়ে পুনরায় পর্যবেক্ষণ করে মেসিকে সরাসরি লাল কার্ড দেখান।
তবে এই লাল কার্ডের সিদ্ধান্তের পর মেসি বা তাঁর সতীর্থদের তেমন প্রতিবাদ করতে দেখা যায়নি। টিভিতে তাঁদের প্রতিক্রিয়া দেখে মনে হয়েছে তাঁরা রেফারির এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন।
লাল কার্ড দেখার কারণে মেসি ঘরোয়া ফুটবলে চার ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন।
বাংলাধারা/এফএস/এআর













