২৪ অক্টোবর ২০২৫

চসিক নির্বাচন উপলক্ষে দুই ইপিজেডের সব কারখানায় ছুটি

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন বুধবার (২৭ জানুয়ারি)। এ উপলক্ষে নগরের দুইটি রফতানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) সব কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ এলাকার (সিইপিডেজ) মহাব্যবস্থাপক মশিউদ্দিন বিন মেজবাহ জানান, আমাদের ১৫৪টি কারখানার মধ্যে ১৩৪টি অপারেশনে রয়েছে। এসব কারখানায় প্রায় পৌনে ২ লাখ কর্মী কাজ করেন। চসিক নির্বাচনের দিন বুধবার সব কারখানা বন্ধ থাকবে।  

কর্ণফুলী রফতানি প্রক্রিয়াকরণ এলাকার মহাব্যবস্থাপক মোহাম্মদ এনামুল হক জানান, আমাদের ৫১টি কারখানার মধ্যে ৪৩টি কারখানা অপারেশনে রয়েছে। চসিক নির্বাচনের দিন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা সব কারখানায় ছুটির সার্কুলার জারি করেছি।  

তিনি জানান, এ ইপিজেডের বিভিন্ন কারখানায় ৭০ হাজার কর্মী চাকরি করেন।

করোনাভাইরাস মহামারীর কারণে প্রায় ১০ মাস পিছিয়ে আগামী বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোটগ্রহণ হবে। আওয়ামী লীগ ও বিএনপিসহ কয়েকটি দলের নেতারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের সমর্থকদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের অনুসারীদের সংঘর্ষে দুইজনের প্রাণহানিও ঘটেছে।

৪১টি ওয়ার্ডে ভোটকেন্দ্র রয়েছে ৭৩৫টি। মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এদের মধ্যে নারী ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন এবং পুরুষ ভোটার ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন। 

বাংলাধারা/এফএস/এআর  

আরও পড়ুন