২৪ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে ঝুটের গুদামসহ ৩ ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রামের বন্দর থানার সাগরিকা এলাকায় পুড়ে ছাই হয়ে গেছে ঝুটের গুদামসহ ৩ ব্যবসা প্রতিষ্ঠান।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস জানায়, আগুনে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা হবে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে বন্দর ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের সাতটি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। সকাল সাড়ে আটটায় আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।’

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন