৩১ অক্টোবর ২০২৫

লোহাগাড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ আটক ১

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়ায় এক মাদক পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে চট্টগ্রাম আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি  মোহাম্মদ শওকত আলী (৫২) যশোরের কোতোয়ালী দাইতলা ফতেপুর এলাকার মৃত আকবর আলীর পুত্র।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে উল্লেখিত এলাকায় পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম এবং এসআই গোলাম কিবরিয়ার সঙ্গীয় ফোর্স  একটি বাসে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে ৪ হাজার পিস ইয়াবা নিয়ে আটক করে। পরে আটক মাদক পাচারকারীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন